দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিরাজগঞ্জ-৬ (শাহজাদপুর) সংসদীয় আসনের সতন্ত্র প্রার্থীর সমর্থককে মারপিটের অভিযোগ উঠেছে আওয়ামী লীগ সমর্থকদের বিরুদ্ধে।
মঙ্গলবার বিকেলে নির্বাচন অনুসন্ধান কমিটির কর্মকর্তা ও যুগ্ম জেলা ও দায়রা জজ বরাবর নৌকার সমর্থকদের বিরুদ্ধে এ অভিযোগ করেছেন স্বতন্ত্র প্রার্থী হালিমুল হক মিরু (ঈগল)।
ওই আদালতের বেঞ্চ সহকারী জুয়েল রানা এ তথ্য নিশ্চিত করেছেন।
সতন্ত্র প্রার্থীর অভিযোগে বলা হয়েছে, এ নির্বাচনকে কেন্দ্র করে নৌকা প্রতীকের প্রার্থী চয়ন ইসলামের সমর্থকেরা আমার পরিবার ও সমর্থকদের ওপর হামলার জন্য নানা রকম হুমকি দিয়ে আসছেন। মঙ্গলবার সকালে আমার সমর্থক কালু ফকিরকে নৌকার সমর্থকরা হামলা চালিয়ে মারপিট করা হয়। এতে আমার সমর্থকরা নিরাপত্তাহীনতা মধ্যে রয়েছেন। এদিকে নৌকা সমর্থকরা এই ঘটনা অস্বীকার করেছেন।